প্রচ্ছদ / জাতীয় / সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের ৯১তম জন্মদিন আজ

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের ৯১তম জন্মদিন আজ

সাজেদুর আবেদিন শান্তঃ

১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জনকারী এই রাজনীতিবিদ বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছেন।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে অংশ নেন তিনি। একই বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু-হত্যার পর প্রায় চার বছর কারাবন্দি ছিলেন তিনি। আওয়ামী লীগ পুনর্গঠনের পর ১৯৮৪ এবং পরে ১৯৯২ ও ১৯৯৭ সালের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক ছাড়াও ২০০২ সালে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।

জিল্লুর রহমান ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির পর ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেফতার হলে জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা ও দলকে ঐক্যবদ্ধ রাখেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন জিল্লুর রহমান।

এছাড়াও চেক করুন

শান্ত–তানজিদ বিশ্বকাপের খেলোয়াড়ই নন

২০২৩ বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশকে কিছুতেই ছাড়ছে না। শুরুতে বাংলাদেশের টপাটপ উইকেট হারানো হয়ে …

৬ মন্তব্য

  1. Good post. I learn something totally new and challenging on sites I stumbleupon every day.

  2. Very good blog post. I absolutely love this site. Keep it up!

  3. This is my first time go to see at here and i am really impressed / to read all at alone place.

  4. Very good blog post. I absolutely love this site. Keep it up!

  5. This is my first time go to see at here and i am really impressed / to read all at alone place.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *