প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / সিআরসি ইবি শাখার শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

সিআরসি ইবি শাখার শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃঃ

‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত স্লোগানকে সামনে রেখে বুধবার (২২ জানুয়ারি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী শৈলকূপা উপজেলার কদমদী গ্রামে প্রায় ৩০ জনকে এ উপকরণ দেয়া হয়।

সংগঠনের সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, ইবি শাখার সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সহ-সভাপতি প্রিতম মজুমদার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফসানা আক্তার প্রমুখ।

বক্তাগণ বলেন সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে আমরা বদ্ধপরিকর। খুব দ্রুত ইবিতে আমরা ফ্রি টিচিং হোম খুলবো এবং প্রতিমাসে তাদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদানের ব্যবস্থা করব। যাতে কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

অনুষ্ঠানে সিআরসির সদস্যবৃন্দ সহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য সি আর সি সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জেল, উপজেলা ও কলেজ পর্যায়ে এর কার্যক্রম চলছে ।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *