প্রচ্ছদ / ঢাকা / সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো স্লোগানে মুখরিত ইশরাকের গণসংযোগ

সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো স্লোগানে মুখরিত ইশরাকের গণসংযোগ

সিএন নিউজ২৪.কম, নিজস্ব প্রতিনিধি।

‘সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো ‘ এই স্লোগানে মুখরিত রাজধানীর আজিমপুর এলাকা। আজ সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর আজিমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় তিনি আজমপুর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপরে আজমপুর ছাপরা মসজিদ হয়ে আজিমপুর কবরস্থান এলাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ সময় তার সাথে থাকা বিএনপির সমর্থকরা ‘ মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই ‘, ‘ধান লাগাও নৌকা ডুবাও’, ‘খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন ‘, ‘দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত ‘ ‘হবে হবে হবে জয় ধানের শীষের হবে জয় ‘ সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

গণসংযোগ চলাকালে এলাকার অনেক ভোটাররা মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বুকে জড়িয়ে ধরেন। এ সময় বিভিন্ন বহুতল ভবনের উপর থেকে সাধারণ ভোটাররা হোসেনকে হাত মিলিয়ে অভিনন্দন জানান।

আজিমপুরের স্থানীয় চায়ের দোকানদার ওসমান গনি জানান, মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সাদেক হোসেন খোকার প্রতি সম্মান দেখিয়ে খোকা পুত্রের ধানের শীষের প্রতীকেই ভোট দিবেন বলে জানান তিনি।

আজমপুর এলাকার সিকসা বাজারের স্থানীয় বাসিন্দা খোকন মিয়া বলেন, বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাবা অত্যন্ত ভালো এবং ঢাকার সাবেক সফল মেয়র ছিলেন। আমরা যতদূর শুনেছি তার ছেলেও অত্যন্ত যোগ্য একজন প্রার্থী। তাই সাদেক হোসেন খোকাকে সন্মান দেখিয়ে আমরা চাই তার ছেলে এবার মেয়র হিসেবে নির্বাচিত হোক।

এছাড়াও চেক করুন

শান্ত–তানজিদ বিশ্বকাপের খেলোয়াড়ই নন

২০২৩ বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশকে কিছুতেই ছাড়ছে না। শুরুতে বাংলাদেশের টপাটপ উইকেট হারানো হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *