প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / সুন্দর আগামীর বাংলাদেশ বির্নিমানে উগ্রবাদকে দূর করতে হবে : প্রফেসর এমরান কবীর চৌধুরী

সুন্দর আগামীর বাংলাদেশ বির্নিমানে উগ্রবাদকে দূর করতে হবে : প্রফেসর এমরান কবীর চৌধুরী

অনলাইন ডেস্ক:

পুথিবীতে যুগে যুগে যত ধর্মের বানী প্রচার করা হয়েছে-ধর্মের কথা বলা হয়েছে তাতে মানবতার মুক্তির কথা বলা হয়েছে,শান্তির কথা বলা হয়েছে। কখনোই কোন ধর্মে উগ্রপন্থী বা উগ্রবাদের স্থান হয় নি। উগ্রবাদ কিংবা উগ্রপন্থীরা সব সময় মানুষের জানমালের ক্ষতি করে আসছে। সুন্দর আগামীর বাংলাদেশ বির্নিমানে উগ্রবাদকে না বলতে হবে। আর আমাদের সচেতন শিক্ষার্থীরাই পারবে উগ্রবাদ দূর করতে।

বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন শহীদ আর.আই এম.বি.এম আবদুল হালিম মিয়নায়তনে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে, কাউন্টার টেরোরিজম আ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট(সিটিটিসি) তত্ত্বাবধায়নে Deradicalization বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনারের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী এ কথা বলেন।
প্রফেসর এমরান কবির বলেন আরো বলেন, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জেলা পুলিশের ব্যারাকে ভর্তিচ্ছুদের থাকার জায়গা দিয়ে কুমিল্লা জেলা পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করলো তা স্মরণীয় হয়ে থাকবে। পুলিশের ক্ষমতা আছে –পুলিশের মানবতা আছে এটা বুঝিয়ে দিয়েছে টিম কুমিল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। সভাপতির বক্তব্য পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বলেন, ইসলাম শ্বাশত শান্তির ধর্ম। ইসলামকে ব্যবহার করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে উগ্রবাদে ঠেলে দিচ্ছে। এতে করে বিভ্রান্তিতে থাকা ওই সাধারণ মানুষ বেহেশত লাভের আশায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে সমাজের শান্তি নষ্ট করে ইসলামকে কুলষিত করছে। তাই আমাদের তরুণ শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে। কেহ যাতে ভুল পথে পরিচাালিত করতে না পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভুইয়া, বিশিষ্ট নারী নেত্রী পাপড়ী বসু, এনএসআইয়ের যুগ্ম পরিচালক যুগ্ম পরিচালক জিএম গাজী আলিম উদ্দিন

সিপিসি-২ র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মুহিতুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্ত কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুন মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি)আজিমুল আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

১৫ মন্তব্য

  1. orlistat cvs pharmacy where can i buy xenical in singapore alli orlistat alli before and after what happens if you take orlistat without eating

  2. doxycycline goodrx where can you buy doxycycline doxycycline hyclate over the counter how long does it take for doxycycline hyclate 100mg to work?

  3. plaquenil 100mg plaquenil 600 mg does plaquenil affect blood glucose how is plaquenil metabolized

  4. revia medication naltrexone online usa how long do naltrexone side effects last what is naltrexone 1.5 mg used for

  5. valacyclovir headaches valtrex order does valtrex weaken immune system what does valtrex do for shingles

  6. active ingredients in molnupiravir merck antiviral molnupiravir by merck molnupiravir from merck

  7. diarrhea from amoxicillin buy amoxicillin usa can you alcohol with amoxil amoxicillin with ibuprofen

  8. doxycycline hyclate alcohol buy doxycycline 100mg capsule doxycycline dose for lyme disease what type of infections does doxycycline treat

  9. valacyclovir hsv 1 valacyclovir 500mg brand valacyclovir hcl 1gm side effects how quickly does valtrex work

  10. pbs viagra usa generic cialis how much viagra is too much how long does kamagra oral jelly last

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *