প্রচ্ছদ / প্রচ্ছদ / স্বল্পমূল্যে দেশের বাজারে রিয়েলমি সি সেভেন্টিন/Realme C17

স্বল্পমূল্যে দেশের বাজারে রিয়েলমি সি সেভেন্টিন/Realme C17

প্রযুক্তি ডেস্ক:- স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ২১ সেপ্টেম্বর ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লে, মোস্ট পাওয়ারফুল ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও এআই কোয়াড ক্যামেরার রিয়েলমি সি সেভেন্টিন লঞ্চ করেছে। বাংলাদেশে ফার্স্ট গ্লোবাল লঞ্চ হওয়া স্মার্টফোনটি মাত্র ১৫ হাজার ৯৯০ টাকা মূল্যে বাজারে এসেছে।

এক বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজে বিশেষ মূল্যে ১৪ হাজার ৯৯০ টাকায় এবং ২৪ সেপ্টেম্বর থেকে দেশের সব স্মার্টফোন স্টোরে পাওয়া যাবে রিয়েলমি সি সেভেন্টিন।

‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে উদ্বুদ্ধ সি সিরিজের অভিজ্ঞতা আরো সমুন্নত করতে তরুণ প্রজন্মের জন্য অভূতপূর্ব বিস্ময় নিয়ে হাজির হয়েছে রিয়েলমি। ৬.৫-ইঞ্চির আল্ট্রা সুপার ডিসপ্লে, যাতে পাওয়া যাবে ৯০ হার্টজের রিফ্রেশ রেট, ফলে প্রতিটি সোয়াইপ হবে সুপার স্মুথ। ৯০ হার্টজের সুপার স্মুথ ডিসপ্লে প্রচলিত ৬০ হার্টজের ডিসপ্লের তুলনায় ৫০ শতাংশ বেশি রিফ্রেশ রেট নিশ্চিত করে অনন্য ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করবে। ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর ডিসপ্লের চমৎকার উজ্জ্বলতায় তরুণ প্রজন্মের বিনোদন বাড়বে আরো এক ধাপ।

বাংলাদেশে ফার্স্ট গ্লোবাল লঞ্চ সম্পর্কে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, ‘পূর্ববর্তী সময়গুলোতে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে চমৎকার সাড়া পেয়ে রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ এ দেশের বাজার থেকেই শুরু করছি। আমরা সব সময়ই টেক-ট্রেন্ডি পণ্য নিয়ে কাজ করে আসছি, এবং আমাদের বিশ্বাস ৯০ হার্টজের সুপার স্মুথ ডিসপ্লে, পাওয়ারফুল র‍্যাম, রম, ট্রেন্ডসেটিং ডিজাইন ও বিশাল ব্যাটারির সঙ্গে এ ফোন ব্যবহারকারীর প্রযুক্তিগত চাহিদা পূরণ করে অনন্য স্মার্টফোন অভিজ্ঞতা দেবে।’

রিয়েলমি সি সেভেন্টিনে থাকছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি, যা দেবে ৩৪ দিনের স্ট্যান্ডবাই সুবিধা এবং ৩৫ ঘণ্টার বেশি কলিংয়ের সুবিধা। এর পাশাপাশি এর ১৮ ওয়াটের ফার্স্ট চার্জে মাত্র ৩০ মিনিটে ৩৩ শতাংশ চার্জ করা যাবে। উন্নততর ব্যাটারি লাইফ অপটিমাইজেশন এবং সুপার পাওয়ার সেভিং মোডে মাত্র ৫ শতাংশ ব্যাটারির ব্যবহারে ১.২ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

তরুণদের দৈনন্দিন প্রযুক্তিগত সব চাহিদা নিখুঁতভাবে পূরণে রিয়েলমি সি সেভেন্টিনে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টা-কোর প্রসেসর। ক্রায়ো ২৪০ সিপিইউ এবং অ্যাড্রেনো ৬১০ জিপিইউয়ের সঙ্গে সর্বোচ্চ ১.৮ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে।

রিয়েলমি সি সেভেন্টিনের এআই কোয়াড রিয়ার ক্যামেরায় ঝকঝকে ছবি তোলার জন্য আছে ১৩ মেগাপিক্সেলের এফ/২.২-এর বড় অ্যাপারচারের মূল ক্যামেরা। ১১৯ ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সে অনায়াসেই চমৎকার ল্যান্ডস্কেপ, স্থাপত্যশৈলী ও বন্ধুদের বড় গ্রুপের ছবি তোলা যাবে। ম্যাক্রো লেন্সে মাত্র চার সেন্টিমিটার দূরত্ব থেকে নতুন দৃষ্টিভঙ্গিতে ক্ষুদ্র এক জগতের দেখা মিলবে। সাদাকালো পোর্ট্রেট লেন্সের তোলা যাবে হাই-কোয়ালিটি পোর্টেট। সুপার নাইটস্কেপ মোডে লো লাইটেও সি সেভেন্টিনে উজ্জ্বল এবং ক্লিয়ার ছবি তোলা যাবে।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …