প্রচ্ছদ / প্রচ্ছদ / ৭ই মার্চে ইবি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

৭ই মার্চে ইবি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

সিএন নিউজ ডেস্কঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ মার্চ) সকালে প্রশাসন ভবনের সমনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারীর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে এসে মিলিত হয়। মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এসময় অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী বলেন, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের সকল দিক এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তার নানা মাত্রিক গুরুত্ব আমরা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্থায়ী এবং টেকসই ভাবে তুলে ধরতে চাই। সাড়ে সাত কোটি মানুষের ২৩ বছরের গোঁড়ামির শাসনের বিরুদ্ধে যে উপলব্ধিতে পৌঁছেছিল সেটি একজনের মুখ থেকে বেরিয়ে এসেছে সেদিন রেসকোর্স ময়দানে ৭ মার্চ, ১৯৭১ সালে। বলা যেতে পারে, ৭ ই মার্চের ভাষণ বাঙালি জাতির একটি অলিখিত ম্যাগনাকার্টা। এ ভাষণের মর্মার্থ এটি হৃদয়ে মনে মননে ধারণ করলে বাঙালি জাতি কখনই পথভ্রষ্ট হবে না এবং দুঃখ-দুর্দশায় নিমজ্জিত হবে না।

এছাড়াও চেক করুন

প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

৩ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *