কবিতা : করোনা দাও আমারে ছুঁয়ে মোঃ মিনহাজুল ইসলাম প্রাণঘাতী করোনা যদি আমাকে দেয় ছুঁয়ে, যদি স্বজনবিহীন করুণ মরণে দু’নয়ন যায় মুদে; তবে নিদানকালেও নিবো বিদায় স্বপন বুকে বেঁধে। আমার মরণে তোমার পরান যদি বেদনায় ভাসে, সেই বেদনার ব্যাকুল পরশ ছুঁয়ে যাবে মোর লাশে। আঁখির দু’ফোঁটা অশ্রু যদি কপোল বেয়ে …
বিস্তারিত পড়ুন