প্রচ্ছদ / প্রচ্ছদ / অগ্নিকাণ্ডে গৃহহারা পরিবারের পাশে ইবি ছাত্রলীগ সভাপতি

অগ্নিকাণ্ডে গৃহহারা পরিবারের পাশে ইবি ছাত্রলীগ সভাপতি

ইবি প্রতিনিধি

বাংলাদেশের দারিদ্রপিড়ীত জেলার মধ্যে অন্যতম কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার প্রতি ১০০ জন অধিবাসীর মধ্যে প্রায় ৭১ জনই গরিব। তাঁরা নিজেদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত খাবার কিনতে পারেন না। কুড়িগ্রাম জেলায় দেশের সবচেয়ে বেশি গরিব মানুষ।

এমতাবস্থায় করোনা ভাইরাসের করাল গ্রাসে আরো অসহায় হয়ে পড়ছে সেই জেলার অধিবাসী।

করোনার করাল গ্রাসের মুহূর্তে আগুনে পুড়ে গৃহহারা হয়ে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান।
পরিবারের সদস্যদের দুবেলা আহার জোগাতে হিমশিম খাওয়ায় তার পাশে ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাহাবুরের বাড়ি কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে চরজগমন গ্রামে গিয়ে তিনি ত্রাণ সামগ্রী প্রদান করেন।

জানা যায়, গত ৬ এপ্রিল ভোগডাঙ্গা ইউনিয়নে চরজগমন গ্রামের বাসিন্দা মাহাবুর রহমানের বাড়ি পুড়ে যায়। এতে তিনি পরিবারের সদস্যদের ভরণপোষণে অসমর্থ হয়ে পড়ে। তাই ইবি ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ তাকে চাল, ডাল, সবজি, লবন, তেল, ওষুধ এবং নগদ টাকা দিয়ে সহায়তা করেন।

ইবি ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই পাশে দাঁড়িয়েছি।’

উল্লেখ্য, এছাড়াও গতকাল বুধবার মধ্যরাতে শতাধিক পরিবারের খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা।

এর আগেও তিনি ‘ধূসর পান্ডুলিপি’ নামক সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের উদ্দ্যোগে তার এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং বাড়িতে বাড়িতে ও জীবানুনাশক স্প্রে প্রয়োগ করেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …