নিজস্ব প্রতিনিধি সিএন নিউজ টোয়েন্টিফোরঃ–
কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের দরিদ্র কৃষক আবুল হাসেম।গত কিছু দিন আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের ভিটে বাড়ি সহ সকল কিছু হারিয়ে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করে আসছেন। এমতাবস্থায় খবর পেয়ে সংশপ্তকের সমন্বয়ক জহিরুল ইসলাম এর নির্দেশনায়,জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম এর সার্বিক সহযোগিতায়, ১৫ দিন চলার মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ইফতার সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়।
হঠাৎ সংশপ্তক টিমের উপস্থিতিতে অসহায় লোকটির চোখ মুখে কিছুটা স্বস্তির চিহ্ন দেখতে পাওয়া যায়। তিনি বলেন,’গত কয়েকদিন ধরে নিজের ও পরিবারের খাবার যোগাড় করতে আমাকে হিমসিম খেতে হচ্ছে।এমন একটা কঠিন সময়ে উনার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য তিনি সংশপ্তক টিমকে অসংখ্য ধন্যবাদ জানায়।এছাড়াও তিনি তার এই চরম সংকট পূর্ণ অবস্থায় সমাজের বিত্তবান মানুষদের তার পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।’
উপহার সামগ্রী বিতরণের সময় সংশপ্তক টিমের অন্যতম সদস্য আশিকুর রহমান, রবিউল হোসাইন রাজু,অপূর্ব সৌরভ,কামরুল ইসলাম ও আরো কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: BPC-157 and TB-500 cycle for healing
Pingback: vegasnow casino online
Pingback: 78win
Pingback: Sagame66
Pingback: Go X riders
Pingback: altogel
Pingback: รับจด อย