সিএন নিউজ২৪.কম, অনলাইন ডেস্কঃ
বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেলকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। গত কাল বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেলকে সংগঠনের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাককে জানান, সম্প্রতি অনুসন্ধানে বরিশাল আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় নাম আসে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেলের। এই কারণেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: Christian Self Help
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: brians club
Pingback: online bus ticket
Pingback: พิมพ์บาร์โค้ด
Pingback: โบลเวอร์ kruger
Pingback: Giffarine