নিজস্ব প্রতিবেদকঃ-
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অর্থের অভাবে সবজি বিক্রেতা জবি শিক্ষার্থীকে চাঁদার টাকা না দেয়ায় মারধর করেছে কবি নজরুল কলেজ ছাত্রলীগের দুই নেতা।
অর্থনৈতিক অসচ্ছলতার জন্য সন্ধ্যার পর সবজি বিক্রি করে নিজের খরচ চালাতেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের ১২ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মাহমুদ।গত কয়েকদিন ধরে কবি নজরুল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা তার নিকট চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মরিচ ও পেঁয়াজ নিয়ে যায় ছাত্রলীগের নেতারা।এর প্রতিবাদ করলে গত বৃহস্পতিবার তাকে মারধর করে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এসডি আকাশ,সহ-সম্পাদক ইয়াসিন আল আকাশ ও ছাত্রলীগকর্মী মোল্লা আলামিন।তারপর,তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মিলে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে বিচার দাবি করেন।তিনি দোষীদের বিচার করার ও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এটি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।জবি শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।এই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
