প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / অসহায় মানুষের পাশে কিনারা আল খিদমাহ ফাউন্ডেশন

অসহায় মানুষের পাশে কিনারা আল খিদমাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতিবারের মত এবারও নাঙ্গলকোটের কিনারা আল খিদমাহ ফাউন্ডেশনের জুনিয়র সদস্যরা মানুষের দুয়ারে হাজির ঈদ উপহার নিয়ে। কিনারা গ্রামের অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে কিনারা আল খিদমাহ ফাউন্ডেশন এবারো ঈদ উপহার নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সংগঠনের সাংগঠনিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সব সময় গ্রামের সার্বিক উন্নয়ন শিক্ষা উন্নয়ন রমজান উপলক্ষে গ্রামের লাইটিং সহ সকল কার্যক্রমে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আল খিদমাহ ফাউন্ডেশন এর জুনিয়ার সদস্যরা।

জুনিয়র কমিটির সভাপতি কাজী নাজিম উদ্দিন সিএন নিউজকে বলেন, আমরা উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়ন, অসহায়দের পাশে থাকা’সহ যেকোন ভাল কাজের উদ্যোগ নিয়ে থাকি।

 

সংগঠনের সভাপতি লোকমান হোসেন মিয়াজী সকল কাজের আর্থিক সহায়তা প্রদান করেন। তাই আমরা কাজ করতে আনন্দবোধ করি। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ রাজা, সাংগঠনিক সম্পাদক সজিব খান, যুগ্ন সম্পাদক ইমরান হোসেন মিয়াজী সহ জুনিয়ার কমিটির সকল সদস্য বলেন, সংগঠনের মাধ্যমে সে সকল ভাল কাজের উদ্যোগ নিয়ে থাকি সাথে সাথে সম্মানিত সভাপতি সাহেব আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আর্থিক সহায়তাসহ মনোবল বৃদ্ধির জন্য সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং ভালো পরামর্শ দিয়ে থাকেন। আমরা এই চেতনা লালন করি, যতদিন দেহে আছে প্রাণ, রাখবো ধরে আল খিদমাহ ফাউন্ডেশনের সকল কাজের মান!

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …