নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে তৃতীয় বর্ষের ৩০৪ নম্বর কোর্স নিয়মিত পড়াচ্ছেন।
এ ঘটনায় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বুধবার (৪ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
রেজিস্ট্রার সূত্রে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুইজন সদস্য হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন।
কমিটিকে যথাশীঘ্রসম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি মোঃ রবিউল ইসলাম সূত্রে জানা যায়, শাহজাহান মন্ডল প্রতি বৃহস্পতিবার অনার্স তৃতীয় বর্ষের কর্পোরেট গভার্নমেন্ট ক্লাস নেন। ওই বিভাগের ক্লাস রুটিনে ইবি অধ্যাপকের নাম রয়েছে। বর্তমানে একটা কোর্সে ক্লাস নিচ্ছেন ড. মন্ডল। ভবিষ্যতে আরও একটা কোর্স দেয়া হতে পারে বলে জানিয়েছেন ওই বিভাগীয় সভাপতি।
ইবির আইন বিভাগ সূত্রে জানা যায়, শাহজাহান মন্ডলের জন্য মাস্টার্স এর মানবাধিকার আইন ও চতুর্থ বর্ষের সাক্ষ্য আইন পাঠদানের জন্য বরাদ্দ ছিল। তিনি মানবাধিকার আইন পড়ানো থেকে অব্যহতির জন্য সভাপতি বরাবর আবেদন করেছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল বলেন, রেজিস্ট্রারকে আমি জানিয়েছি, অনুমোদনের আবেদন প্রক্রিয়াধীন, বিভাগে অনুমোদনের আবেদন আটকে আছে। আমি যেদিন থেকে ক্লাস নেয়া শুরু করেছি সেদিন থেকেই অনুমোদন নিবো।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: joka vip room sign up
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: โคมไฟ
Pingback: where to play Plinko UK
Pingback: wings789 wallet
Pingback: sexy168
Pingback: โรงพยาบาลศัลยกรรมจีน