বেড়ে উঠতে চাই নিজের মতো
আক্তার খান মুকুল
আমার কলমের কালি অফুরন্ত
মস্তিষ্কের নিউরন সচল এখনও,
কিন্তু এতো বড়ো পৃথিবীতে ৫/৬ ইঞ্চি জায়গায় পাচ্ছিনা
নিজের মতন করে লিখার।
নি:শব্দে ইশারায় কথা বলি
খুব কাছের মানুষটির সাথেও,
চারিদিক দেয়ালের দিকে তাকিয়ে থাকি,
দীর্ঘনিঃশ্বাস ফেলি
ভাবছি, আমার জগত আজ কত্ত ছোট্ট হয়ে এসছে
যারা খবর ফেরি করে বেড়ায়
তাদের ডানা ঝাপটানো শুধুই
নিজের উঠানে।
আজকাল বাগানেও
ফুলের বাহারি রূপ
খোঁজা মেলা ভার
শুধুই এক প্রজাতির ফুলের সমাহার
ফুলেরা ফুটছে ঠিকই,
কিন্তু সুবাস ছড়ানো যেন ভুলেই গেছে।
মিথ্যে ফুলঝুরির সমারোহে ভরপুর
এক প্রাণহীন কদাকার রূপে
ভারী হয়ে পড়েছে এ জগত।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে