
সিএননিউজ ডেস্কঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সাংগঠনিক ভাবে শক্তিশালি করার লক্ষে দেশের বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপট বিবেচনায় বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব বিগত সময়ের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অবদান রাখা ছাত্র নেতাদের দিয়ে ছাত্রদলের কাউন্সিল আয়োজন করবে।
এই বিষয়টি সমাধানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক কয়েকজন ছাত্রনেতাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ শীঘ্রই এই বিষয়টি সমাধান করে কমিটি গঠনের ব্যাপারে আশা প্রকাশ করছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবিবাহিত ও নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠনের পক্ষে।
সভাপতি সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম টিটু, সাবেক সম্পাদক সরদার আমিরুল ইসলাম সাগর, ঢাবির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, ঢাবির সভাপতি আল মেহেদী তালুকদার, ডাকসুর ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, জিএস আনিসুর রহমান খন্দকার অনিক,এজিএস খোরশেদ আলম সোহেল, সাবেক সহ-সম্পাদক ফজলুর রহমান খোকন, সাবেক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সাবেক সম্পাদক রওনোকুল ইসলাম শ্রাবণ, ঢাবির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবির যুগ্ম সম্পাদক শাহে নেওয়াজ, ঢাবির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু, ঢাবির যুগ্ম সম্পাদক সাইফ মোঃ জুয়েল, ঢাবির যুগ্ম সম্পাদক আরিফুল হক,সাবেক সহ-সম্পাদক আব্দুল মাজেদ প্রমুখ।।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: พูลวิลล่านครนายก
Pingback: como retirar en 1win venezuela pago móvil
Pingback: Laden Sie die DrückGlück mobile App auf unserer Website herunter
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: shroom edibles canada
Pingback: EA Forex