নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে গিয়ে সংগঠনের নায়েবে আমির আবদুল আউয়ালের সঙ্গে দেখা করেছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর তিনি বলেছেন, আবদুল আউয়াল পদত্যাগের সিদ্ধান্ত বদলেছেন, হেফাজতের সঙ্গে আগের মতোই থাকবেন তিনি।
হরতালে সহিংসতায় ক্ষুব্ধ হয়ে হেফাজতে ইসলামের সব পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আবদুল আউয়াল। তিনি কেন্দ্রীয় নায়েব আমিরের পদে থাকার পাশাপাশি হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আমিরের পদেও রয়েছেন।
আবদুল আউয়ালের ঘোষণায় তুমুল আলোচনার মধ্যে আজ বুধবার নারায়ণগঞ্জে উপস্থিত হন মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় চার নেতা। তাঁরা বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় রেলওয়ে জামে মসজিদে আবদুল আউয়ালের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে