প্রচ্ছদ / প্রচ্ছদ / আচরণ বিধি লঙ্ঘন করায় ডেপুটি স্পিকারকে এলাকা ছাড়ার নির্দেশ! নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এলাকায় ঢুকতে পারবেন না ডেপুটি স্পিকার ফজলে রাব্বী 

আচরণ বিধি লঙ্ঘন করায় ডেপুটি স্পিকারকে এলাকা ছাড়ার নির্দেশ! নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এলাকায় ঢুকতে পারবেন না ডেপুটি স্পিকার ফজলে রাব্বী 

সাজেদুর আবেদিন শান্তঃ

আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (১৫ মার্চ) ইসির উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে এই চিঠি ডেপুটি স্পিকার ও এমপির কাছে পাঠানো হয়েছে।

ইসির চিঠিতে ফজলে রাব্বি মিয়ার উদ্দেশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের আসন গাইবান্ধা-৫-এর আওতাধীন সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ইসি আপনাকে ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিচ্ছে।’

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য