শামীমুর রহমান, নাঙ্গলকোটঃ
এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা, ও মাঝি নাও ছাড়িয়া দে, ঐ আঁকাবাঁকা নদীর ধারে’সহ কালজয়ী অসংখ্য গানের গীতিকবি ও বাংলাদেশ গীতিকবি সংসদ এর সাবেক সহ-সভাপতি এস এম হেদায়েতের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ পালিত হওয়ার কথা ছিলো। দেশের করোনা ভাইরাস এর কারণে সব প্রোগ্রাম বাতিল করা হয়েছে বলে আমাদের কে জানিয়েছেন হেসাখাল বাজার গীতিকবি এস এম হেদায়েত স্মৃতি সংসদ এর সভাপতি আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, আমার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালিত হতো কিন্তু এইবার দেশের করোনা ভাইরাস থাকার কারণে অামি সকল প্রোগ্রাম স্থগিত ঘোষণা করেছি। এসময় তিনি দেশের মানুষদের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: บริการขอ อย
Pingback: โบลเวอร์ kruger
Pingback: ส่งsms
Pingback: Bangkok Airport Transfer Service
Pingback: Lawfirm in bangkok
Pingback: jav
Pingback: เรียนภาษาที่กวางโจว