প্রচ্ছদ / খুলনা / আজ থেকে যবিপ্রবি তে শুরু হচ্ছে করোনা ভাইরাস পরিক্ষা

আজ থেকে যবিপ্রবি তে শুরু হচ্ছে করোনা ভাইরাস পরিক্ষা

মোঃ হাসিবুর রহমান /যশোর প্রতিনিধিঃ

চীনের উহান প্রদেশ হতে ছড়িয়ে, করোনা ভাইরাস আজ সারা পৃথিবীতে বিস্তার করছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত রুগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ইতিমধ্যে যশোর মনিরামপুর উপজেলাতে একজন করোনা আক্রান্ত হয়েছে। প্রথমে শুধু ঢাকাতে পরীক্ষা করা হলেও পরবর্তী বিভিন্ন বিভাগীয় শহরের মতো খুলনাতে ও ব্যবস্থা করে সরকার।

দিন দিন করোনা রুগির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে, যশোরে শুরু হচ্ছে করোনা পরীক্ষা কার্যক্রম।

আজ থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা। এজন্য আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রয়োজনীয় কিট পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন।

তিনি জানান, প্রয়োজনীয় কিট আসার পর তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম চালু হবে।

উল্লেখ্য
দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৩৪১ জন আক্রান্ত, এই নিয়ে আক্রান্ত সংখ্যা ১৫৭২
ও নতুন করে ১০ জনের মৃত্যু, এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০ জন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …