প্রচ্ছদ / প্রচ্ছদ / আজ শুভ মধু পূর্ণিমা

আজ শুভ মধু পূর্ণিমা

 

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ।

আজ বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম একটি ধর্মীয় তিথি। এই দিবস টি বৌদ্ধদের কাছে একটি স্মরণীয় – বরণীয়।আনন্দ ও উৎসব মুখর দিন হিসেবে পরিগণিত।

এই দিনে ভারতের পারিলেয়্য বনের হস্তীরাজ কর্তৃক মহামানব গৌতম বুদ্ধের সেবা প্রাপ্তি এবং বনের এক বানরের মধুদান এ পূণির্মায় তাৎপর্যপূর্ণ ঘটনা বহন করে এর মাধ্যমে প্রমাণ হয়।

মানুষের পাশাপাশি গৌতম বুদ্ধ সাধারণ প্রাণির কুলের সঙ্গেঁ ও অত্যন্ত মৈত্রী পরায়ণ ছিলেন। সারাদেশের মত পার্বত্য অঞ্চলের বৌদ্ধ বিহার গুলোতে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে আজকে মধু পূণির্মা উৎযাপিত হবে। তাৎপর্যময় দিন টি পালনে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় সকল বৌদ্ধ বিহার গুলোতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে ধর্মীয় পতাকা উওোলন সূএপাঠ,সকালে বুদ্ধ পূঁজা, ভিক্ষু সংঘকে পিন্ডদান,অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ,মধুদান,দুপুরে ধর্মীয় আলোচনা ও মধু পূণির্মার তাৎপর্যশীর্ষক আলোচনা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্ল ন এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য

  1. Pingback: ยอย

  2. Pingback: QKAWine rượu vang