এম এইচ কবীর, নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯ (ছাত্রী) এ চূড়ান্ত খেলায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ১৫-০৬ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
খেলায় তৃতীয় স্থান অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
চূড়ান্ত খেলা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহার উপস্থিতিতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় তিন দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার ও মেডেল পরিয়ে দেয়া হয়।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ড. আনিছুর রহমান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাহেদ আহম্মেদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, এই ধরনের জাতীয় পর্যায়ের প্রতিযোগীতার আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে ও দেশের বাইরে বৃদ্ধি পাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা সবসময় জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা আয়োজনের ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করছে।
এ প্রতিযাগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি দল অংশগ্রহণ করে।
২৩ ফেব্রুয়ারি হতে এ প্রতিযাগিতা শুরু হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: Go X scooter app
Pingback: Sizzling Hot
Pingback: ดูหนังออนไลน์ฟรี