মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি ।
নোবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার (এনএসটিইউমুনা) আয়োজক দল এবং নিবন্ধিত সকল প্রতিনিধির অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল শুরু হয়ে গেলো আন্তঃ নোবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৯। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ’সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগীতাকে উৎসাহ প্রদান’।
সর্বপ্রথম দেশমাতৃকা এবং মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংগীত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। স্থানীয় সময় বিকেল ২.৩০ মিনিটে সম্মেলনের মহাসচিব জনাব সগীরুল আলম সম্মেলনে আগত সকল কার্যনির্বাহী সভার সদস্য এবং প্রতিনিধিদের স্বাগতম জানিয়ে সম্মেলনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এবারের সমাবেশে প্রায় ৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন যারা ২ টি কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করতে এসেছেন।
তারপর আন্তঃ নোবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৯ এর মহাসচিব জনাব সগীরুল আলমের নিমন্ত্রণে প্ল্যানারি অধিবেশন পরিচালনা করতে আসেন সাবেক সাধারণ সম্পাদক জনাব সত্যজিৎ দাস। তারপর একজন প্রতিনিধির উত্থাপিত প্রস্তাবনা পাশের মাধ্যমে প্ল্যানারি অধিবেশন শুরু হয়।
এরপর সাবেক সাধারণ সম্পাদক একে একে সকল কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন এবং মঞ্চে আহবান করেন।
উক্ত কমিটিদ্বয়ের সভাপতিগণ তাদের কমিটি সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের প্রাথমিক ধারণা প্রদান করেন এবং আশা করেন তারা সকলে মিলে ফলপ্রসূ কিছু সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে কমিটিকে এগিয়ে নিয়ে যাবে এবং সঠিক সমাধান প্রদান করবে।
সর্বশেষে জাতিসংঘ মানবাধিকার সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এই অধিবেশনকে পরবর্তী অধিবেশন পর্যন্ত স্থগিত ঘোষণা করার প্রস্তাবনা পেশ করেন এবং সেটি স্বীকৃত হয়।
সমাবেশটির দ্বিতীয় দিনে দুটি কমিটিতে প্রতিনিধিগণ নির্ধারিত আলোচ্যসূচি অনুসারে আলোচনা করেন। এতে বিভিন্ন সমস্যা এবং সমাধান উঠে আসে। দিনশেষে কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ কিছু কাঠামোবদ্ধ এবং ফলপ্রসূ সমাধান পাবার আশাবাদ ব্যক্ত করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: link
Pingback: Plinko Deutschland
Pingback: โบลเวอร์ kruger
Pingback: ดูหนังโชคชะตาผูกพันดวงใจ
Pingback: Sweet Bonanza casino
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน
Pingback: ปั้มไลค์