মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে ৫-০ গোলে পরাজিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দল। রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ভেন্যুতে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের হয়ে তৌহিদ ২টি, অমিত ১টি, মুরাদ ১টি এবং তরিকুল ১টি গোল করেন। প্রথম অর্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দল ২-০ গোলে এগিয়ে ছিল। দলের হয়ে প্রথম গোল করেন মুরাদ।
উল্লেখ্য, খেলার ৫ মিনিট বাকি থাকার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের গোল কিপার সাজ্জাদুল ইসলাম খান প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ফাউল করার কারণে লাল কার্ড পান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: vegasnow casino login
Pingback: lucky789bet หรือ ลัคกี้789เบท เว็บพนัน
Pingback: รับงานเอง
Pingback: 123bet login
Pingback: โบลเวอร์ kruger
Pingback: บริษัทรับสร้างบ้าน