প্রচ্ছদ / প্রচ্ছদ / আন্তর্জাতিক ফোরামে যোগদানের উদ্দেশ্যে ইবি উপাচার্যের চীনযাত্রা

আন্তর্জাতিক ফোরামে যোগদানের উদ্দেশ্যে ইবি উপাচার্যের চীনযাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আন্তর্জাতিক ফোরামে যোগদানের উদ্দেশ্যে চীন যাচ্ছেন।

আজ সোমবার (১৩ মে) দুপুরে চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠেয় “এশিয়ান সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা এবং মানবজাতির জন্য একটি যৌথ ও সমন্বিত ভবিষ্যতের এক সম্প্রদায় নির্মাণ” শীর্ষক আন্তর্জাতিক ফোরামে যোগদানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।

বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফোরামে যোগদানের বিষয়ে উপাচার্য বলেন, আমি এই বেইজিং ইভেন্ট এবং চীনের জনগণের এক বিশ্ব এক সম্প্রদায় গঠনের উদার মনোভাবের প্রশংসা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটি বৃহত্তর আঞ্চলিক যোগাযোগের গুরুত্বের উপর বিশ্বাস করেন যা মানবজাতির যৌথ ও উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী এক মানবসম্প্রদায় গড়ে তোলার কার্যকর উপায় হতে পারে।

উল্লেখ্য, আগামী ১৯ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …