সাজেদুর আবেদিন শান্তঃ
অদ্যই সকাল ১০ ঘটিকায় বগুড়া জেলার সোনাতলা উপজেলার অন্যতম ব্যাতিক্রমী সামাজিক সংগঠন আলোর প্রদীপ সংগঠনের উদ্যাগে সোনাতলা পৌর এলাকায় মাদকবিরোধী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোনাতলা উপজেলা আমচত্ত্বর হতে শুরু হয়ে সোনাতলা পৌর এলাকায় জনসচেতনতামূলক প্রচারপত্র বিলিকরন ও প্রান্তিক সাধারণের মাঝে মাদকের বিভিন্ন কুফলতার দিকগুলো তুলে ধরা হয়।গণসংযোগ ও প্রচারপত্র বিলিকরন শেষে সোনাতলা বড়বাজার মাদ্রাসা মোড়ে এক মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় বক্তব্য দেন সোনাতলা ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল,সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন মজনু,গুনী লেখক ও বাঙালি বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা উপজেলা খেলাঘর আসর এর সভাপতি মহসীন আলী তাহা, মানবাধিকার কর্মী শ্রী বিকাশ স্বর্ণকার,আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল,আলোর প্রদীপ মাদকবিরোধী ক্যাম্পেইন লিডার আরিফ হাসান সঞ্চয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মন্ডল,টিএম মেমোরিয়াল একাডেমীর শিক্ষক আশরাফুল ইসলাম,দৈনিক যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ,সিএনএন বাংলা প্রতিনিধি জাহিনুর ইসলাম,পল্লী টিভি প্রতিনিধি মিনহাজুল বারী,দূর্জয় বাংলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান,সোহানুর রহমান সুমন,আলোর প্রদীপ সংগঠনের সদস্য রাজিবুর রহমান শীতল, সিএন নিউজ প্রতিনিধি সাজেদুর আবেদীন শান্ত, সিজান ইসলাম,আবু হানিফ,ইমন ইসলাম, কিশোর দলের যুগ্ম আহ্ববায়ক লেমন মিয়া,সদস্য সাকাত সিয়াম, উপজেলা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক শিহাবউদ্দিন সুমন সহ প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: 1xslots
Pingback: UFA4S เว็บพนันบอล ที่ตอบโจทย์ทุกการแทง
Pingback: migliori winita slot del 2025
Pingback: Book of Ra game
Pingback: บุหรี่ไฟฟ้าส่งด่วน