প্রচ্ছদ / প্রচ্ছদ / আব্দুল্লাহ আল রাকিব’র ছড়া “অসহায় মানুষ”

আব্দুল্লাহ আল রাকিব’র ছড়া “অসহায় মানুষ”

আব্দুল্লাহ আল রাকিব’র ছড়া “অসহায় মানুষ”

অসহায় মানুষরা
ঘুরে সারাটি বেলায়
দু’মুঠো খাবার যাদের
জোটেনা একবেলায়।

পথে ঘাটে দিন শুরু
পথে ঘাটে কাটে রাত।
পুরোটি দিন শেষে তবু
পেটে জোটে না ভাত।

সুন্দর এই পৃথিবীতে
সবাই যখন সুখে থাকে,
অসহায় মানুষেরা
মাথা গুজার স্বপ্ন দেখে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …