আব্দুল্লাহ আল রাকিব’র ছড়া “অসহায় মানুষ”
অসহায় মানুষরা
ঘুরে সারাটি বেলায়
দু’মুঠো খাবার যাদের
জোটেনা একবেলায়।
পথে ঘাটে দিন শুরু
পথে ঘাটে কাটে রাত।
পুরোটি দিন শেষে তবু
পেটে জোটে না ভাত।
সুন্দর এই পৃথিবীতে
সবাই যখন সুখে থাকে,
অসহায় মানুষেরা
মাথা গুজার স্বপ্ন দেখে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
