নিজস্ব প্রতিবেদক, সিএন নিউজ২৪.কম ।
দেশব্যাপী কর্মসূচি অনুযায়ী, গতকাল কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর মাইরাগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে” আমাদের আলোকিত সমাজ ” নাঙ্গলকোট শাখার উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক ।
সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড মেম্বার জাকির হোসেন,,সঞ্চালনা করেন উক্ত শাখার যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যু্গ্ম সম্পাদক শাহাদত হোসেন সুমন,সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফ হোসেন,আরিফ হোসেন প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: เน็ต ais
Pingback: หนังสั้นจีน
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: custom suit Bangkok
Pingback: OligioX ทำที่ไหนดี