ফৌজিয়া সুলতানাঃ
গতকাল মঙ্গলবার রাতে শারজাহের আল না’দার একটি আবাসিক ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শারজাহ সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল সামি খামিস আল নকবি গাল্ফ নিউজকে বলেছেন, নয়জন লোক গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হয়েছে। শারজাহ মিনা ও আল না’দা সিভিল ডিফেন্সের তাৎক্ষণিক কার্যক্রমে একটি বড় বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। আগুনের কারণ এখনও জানা যায়নি।
অ্যাবকো টাওয়ারের দশম তলায় রাত ৯ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ২০০৬ সালে নির্মিত এই ভবনটিতে পার্কিং সহ ৪৫ তলা রয়েছে, এর মধ্যে ৩৬ টি আবাসিক ফ্লোর এবং প্রতিটি ফ্লোরে ১২ টি করে ফ্ল্যাট রয়েছে।
ভেতরে কোনও লোক আটকা পড়ে আছে কি না তা পর্যবেক্ষণ করছে ড্রোনের মাধ্যমে। শারজাহ পুলিশের কেন্দ্রীয় অপারেশন উপ-মহাপরিচালক কর্নেল ডঃ আলী আবু আল জৌদ ঘটনা স্থলে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে তবে কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
