সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
আলীকদম উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ পালিত করা হয়েছে।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র্রালী বের করা হয়েছে, উক্ত র্র্যালী আলীকদম উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান এবং আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী রকিব উদ্দীন ও সাংবাদিক বৃন্দ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন – শিক্ষা সুযোগের বিষয়টি পুরোপুরি ভাবে নির্ভর করে সাক্ষরতার ওপর, দারিদ্র্য ও সমৃদ্ধি বিকশিত করণের ক্ষেত্রে এবং সাক্ষরতা প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে গণ্য হয় ও মূল কথা সবার জন্য শিক্ষা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: Ozempic vs Wegovy
Pingback: okfuerteventura holiday packages explained
Pingback: คลินิกความงามใกล้ฉัน
Pingback: 123bet login
Pingback: ufa118
Pingback: 電子煙
Pingback: RELX
Pingback: Jammin Jars spiele