সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ-
বান্দরবানের আলীকদমে সম্মন্বিত পুষ্টি পরিকপ্লনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন,অন্যান্য দের মধ্য উপস্হিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর – নূরী, কারিতাস খাদ্য ও নিরাপত্তা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জেসমিন চাকমা, আলীকদম প্রেসক্লাব সভাপতি হাসান মাহমুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী সহ গন্যমান্য ব্যাক্তিরা।
লিন প্রকল্পের প্রকল্প ব্যবস্হাপক এভান ত্রিপুরা সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন – পাঁচ বছর মেয়াদে এই প্রকল্পটি আলীকদম উপজেলায় দুই টি ইউনিয়নে কাজ করবে। এই প্রকল্পের অন্যতম লক্ষ হল পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলা এবং বিভিন্ন বিদ্যালয়ে পুষ্টি বাগান সৃজন করা ইত্যাদি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৯ মন্তব্য
Pingback: digital platform
Pingback: webpage
Pingback: Buy mushrooms chocolate bars usa
Pingback: ไข่สั่น
Pingback: เว็บตรง สล็อต
Pingback: Fox888 ทางเข้าเล่น หวยออนไลน์
Pingback: รับจำนำรถ
Pingback: ชื่อมงคล
Pingback: cat888