
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিশ্ব মুসলিম তথা আলীকদম উপজেলা বাসীকে অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু ফোগ্য মার্মা।
তিনি শুভেচ্ছা বাণীতে বলেন,
প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷’
তিনি আরো বলেন, এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন। সরকারি আইন মেনে চলুন।
পরিশেষ সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি প্রত্যাশা করে বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরীব,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: online aviator game
Pingback: เว็บไซต์สล็อต
Pingback: altogel
Pingback: DMT KRISTALLER TILL SALU I SVERIGE ONLINE