নিজস্ব সংবাদ দাতা, আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম সেনা জোন (তেইশ প্রত্যয়ী) এর ব্যবস্হাপনায় আলীকদম মুরুং কল্যাণ ছাত্রাবাসে ত্রৈমাসিক স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্য ঔষুধ বিতরন করা হয়েছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় আলীকদম সেনা জোন তেইশ প্রত্যয়ী ব্যবস্হাপনায় অনুষ্ঠিত চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্হিত ছিলেন আলীকদম সেনা জোন ডাঃ মেজর জিহান সিহাব, গাইনি বিশেষজ্ঞ সিএমএইচ, আলীকদম ক্যান্টনমেন্ট এবং ডাঃ মোঃ সাদনান সিফাত মেডিক্যাল অফিসার আলীকদম জোন এর একটি চিকিৎসক দল মোট ১৩৭ জন শিক্ষার্থীদের কে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুদ বিতরন করেন। আলীকদম মুরুং কল্যাণ ছাত্রাবাস এর কয়েজন ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলে জানা জায় – আলীকদম সেনা জোন থেকে আমাদের কে যে ত্রৈমাসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেটা গুনগত মান অনেক ভাল। এতে আমরা যেমন উপকৃত হচ্ছি তেমনি আমরা বিভিন্ন রোগ বলায় থেকে মুক্তি পাচ্ছি ও টিক মত তিন মাস পর পর ত্রৈমাসিক স্বাস্হ্য সেবা পাচ্ছি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Prayer Book
Pingback: ศัลยกรรมตาสองชั้น
Pingback: ขอขึ้นทะเบียน อย
Pingback: article source
Pingback: เรียนภาษาจีนที่จีน ระยะสั้น
Pingback: he said