প্রচ্ছদ / প্রচ্ছদ / আলোচনায় অর্ক মাল্টিমিডিয়া

আলোচনায় অর্ক মাল্টিমিডিয়া

সাজেদুর আবেদিন শান্তঃ-

নবাগত অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান অর্ক মাল্টিমিডিয়া শুরুতেই আলোচনায় চলে এসেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান অর্ক মিউজিক স্টেশন এর ব্যানারে প্রকাশিত হয় মিউজিক্যাল ফিল্ম “হাহাকার”। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এর গাওয়া ও অভিনীত মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন ওয়াহীদ বিন চৌধুরী। গানের কথা লিখেছেন নীহার আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর।

গতানুগতিকতার বাইরে এসে দীর্ঘদিন পর পুরনো ধাঁচের গান করলেন আসিফ আকবর। চমৎকার ও হৃদয় ছোঁয়া প্যাথিটিক একটা গল্পে আসিফ আকবর এর সাথে অভিনয় করেছেন-আমিন আজাদ,নিম্মি,তাহী ও সিয়াম। “হাহাকার” মিউজিক্যাল ফিল্মটি রিলিজের পর পরই মিডিয়া সংশ্লিষ্ট মানুষসহ আপামর শ্রোতাদের ভূয়সী প্রশংসা অর্জন করে,সেই সাথে অর্ক মাল্টিমিডিয়ার রুচি ও চিন্তাকে সাধুবাদ জানায়। তারই ধারাবাহিকতায় অর্ক মাল্টিমিডিয়া আরো বেশ কিছু সুন্দর ও নান্দনিক কাজ নিয়ে শীঘ্রই উপস্হিত হচ্ছে ব’লে জানা যায়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …