কবিতা
সুন্দর লিখায় অবলীলায়
উম্মাদনায় তোমার সুর
একা আমি গৃহে বসে আমি
শুধু তোমায় নিয়ে বিভোর।
জোসনা মাখা চাঁদারে গায়ে
বসে দেখি একা
ভাবনার মাঝেই বুঝতে পারলাম
আমি ভিষন ফাকা।
বারে বারে পড়ে মনে
মমহৃদয়ে সুখের সুরে
সাত রঙের সমাহারে
রঙধনুর বাঁকা সৌন্দর্যে।
কাছে চাই শুধুই তোমায়
নিশ্চুপ নিঃশব্দে ভাবনার রাজ্যে
বৃৃষ্টির শেষে দেখা মিলে
ভালবাসি ভালবাসি বীন যে বাজে।
মন যে পূরণ হবে আমার
স্বরন করো রাতে বিভোর
পেয়ে যাবে হও না যত দূর
বিশ্বাসের হবেই যে বিজয়।
বিশ্বাসের_বিজয়
—আল্ আমিন শাহেদ
প্রকাশঃ০৪/০৮/২০২০
—————————-
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: Gates of Olympus
Pingback: บาคาร่า sexy168