ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয় শিল্পী আখম হাসান ও তানিয়া ঋতু । তারা দুজন একক নাটকে কাজ করেছেন। নাম ‘লাল কার্ড’। সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এন ডি আকাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। আরও অভিনয় করেছেন নির্মাতা জুয়েল হাসান, ফারজানা রিক্তা;
শেলী আহসান, রাজা প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, বাসর ঘরে নব বধু নিলা তার স্বামী সবুজকে লাল কার্ড দেখায়, সবুজ বিস্মত হয়। এমন কি নববধু নিলা সবুজকে বটি নিয়ে ধাওয়া করে বাসর ঘর থেকে বের করে দেয়। সারা রাত বাসর ঘরের সামনে দাড়িয়ে থাকে সবুজ। তার মাকে ডাক দেওয়ার ও অবকাশ নেই। কারন এটি তার মায়ের অমতের বিয়ে। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
তানিয়া ঋতু বলেন, নাটকের গল্পটি চমৎকার। হাস্যরসে ভরপুর। স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। দর্শক নাটকটি দেখে মজা পাবে। জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: tap to open
Pingback: visit website
Pingback: this content