প্রচ্ছদ / আন্তর্জাতিক / আয়ারল্যান্ডের বিস্ময় বাংলাদেশের ফ্লোরা

আয়ারল্যান্ডের বিস্ময় বাংলাদেশের ফ্লোরা

সিএন নিউজ আয়ারল্যান্ড প্রতিনিধি:

পুরো নাম ফ্লোরা ফারজানা আফরোজ। সেই দু বছর বয়সে মামার হাত ধরে আয়ারল্যান্ডে আসেন। বেড়ে ওঠেন মেয়োর ক্যাসলবারে। স্কুল জীবন থেকেই প্রতিটি শ্রেনীতে শীর্ষে থেকে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ধীরে ধীরে তার সুনাম ছড়িয়ে পরে পুরো আয়ারল্যান্ডে। সেন্ট জোসেফ সেকেন্ডারী স্কুল থেকে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে প্রথম
সফলতায় স্কুলের সেরা ছাত্রীর পুরস্কার। এরপর লিভিং সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে আবারও শীর্ষে। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল ফ্লোরার। আর সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতেই সরকারী স্কলারশীপে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ গলওয়ে( NUiG) চিকিৎসক বিষয়ে ২য় বর্ষের ছাত্রী হিসেবে অধ্যয়নরত। তার স্বপ্ন মেডিসিনের উপর উচ্চ ডিগ্রী নিয়ে আয়ারল্যান্ডের সেরা চিকিৎসক হতে, বাংলাদেশের নাম উজ্বল করতে।

এ বিষয় তার মামা আয়ারল্যান্ডের বিশিষ্ট সমাজসেবক, আই,ওয়ান টি,ভি,র আয়ারল্যান্ড প্রতিনিধি কামাল উদ্দিন বলেন, মেয়েটা ছোটবেলা থেকেই মেধাবী ছিল। আমার স্বপ্ন ছিল একদিন ও যেন চিকিৎসক হয়ে আয়ারল্যান্ড তথা বাংলাদেশের নাম উজ্বল করতে পারে। আমার সে স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। ইতোমধ্যে সংশ্লিস্ট বিশ্ববিদ্যালয় থেকে ফ্লোরার নামে দুটি বইও প্রকাশিত হয়েছে। অনেক বাঙ্গালী পরিবারের অভিবাকরা ফ্লোরার এ এগিয়ে যাওয়াকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসাবে দেখছেন।

তার সাফল্য যেন পৃথিবীতে ছড়িয়ে পরে বাংলাদেশের নামকে আরো উজ্বল করতে পারে, এটা আমাদের আশা। সেলিম ও মাকসুদা হলো তার গর্বিত বাবা, মা। দু ছেলে আর এক মেয়ে। ফ্লোরাই হলো তাদের একমাত্র কন্যা।

এছাড়াও চেক করুন

আমার বউ ফেরত চাই পোস্টার নিয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান স্বামীর

সিএন নিউজ আন্তর্জাতিক ডেস্ক: শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে আটকে রেখেছে। কিন্তু স্ত্রীকে ফেরত না পাওয়া পর্যন্ত …