নিজস্ব প্রতিবেদকঃঃ
মুক্তমন বা সেকুলারিজম মানুষকে অসীম শক্তি প্রদান করে ও মহান করে। ধার্মীক হও আর যাই হও যার মধ্যে মুক্তমন লোপ থাকবেনা তার সাহস থাকবে। আমি বঙ্গবন্ধুর জীবনী পড়ে তাই পেয়েছি, তাঁর মধ্যে তাই ছিল। আনফরচুনেটলি আওয়ামী লীগের লোকেরা তাঁকেই চিনেনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ও সরকারি বিশ্ববিদ্যালয়ের একমাত্র এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বন্ধন হলো অসাম্প্রদায়িকতা। এখন দর্শনের ধারে কাছে আমরা নাই। যুক্তিবুদ্ধি ভাল মন্দের বিচার সেটি কিন্তু নাই। দর্শনই হলো ধর্মের চাবিকাঠি, বিজ্ঞানের চাবিকাঠি, সমস্ত সভ্যতার চাবিকাঠি। সেই দর্শন আমাদের দেশে ধর্ষিত, অবমূল্যায়িত।
মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুজিববর্ষে কি অঙ্গীকার হবে এ বিষয়ে তিনি বলেন, তিন রকম অঙ্গীকার, অভিভাবকরা লোভ সংবরণ করে যেন সংযমী হতে পারি, সন্তানেরা অনুকরণ করে লাভবান হতে পারে। যাতে শিক্ষা সহজে গ্রহণ করতে পারে। শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের উন্নত মনের, মানের প্রশিক্ষণ দিতে পারি। কথায় কাজে এক হলে ভাল শিক্ষা পাবে। আর শিক্ষার্থীরা পরিশ্রম, বিচার বুদ্ধি প্রয়োগ করে দেশপ্রেমিক হতে পারে। আমি জাগ্রত হয়েছি বাংলাদেশের কথা স্মরণ করে।
সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরিন ও শাহিদা আক্তার আশার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: prebuilt pc for gaming
Pingback: สมัครสมาชิกกิฟฟารีน ออนไลน์
Pingback: EA Forex