এম এইচ কবীর, নিজস্ব প্রতিবেদকঃ
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে ক্লাস করার দ্বার উন্মোচিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসিমো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন। তিনি ডিজিটাল সিগনাল প্রসেসিং এর উপর ক্লাস নিয়েছেন।এতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ-সম্পাদক প্রফেসর ড. মাহবুবুর রহমান স্যার, সিএসই বিভাগের প্রফেসর ড. আহসান উল আম্বিয়া স্যার সহ আরো অনেকে।
ক্লাসটি আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. আকতারুজ্জামান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: รับทำการตลาด
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: Le Bandit casino in Deutschland
Pingback: ufa569
Pingback: essentials
Pingback: เน็ต บ้าน ais