নিজস্ব প্রতিবেদক :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ল’ এ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে একুশ শতকের আইনগত শিক্ষার চ্যালেঞ্জ ও সংস্কার শীর্ষক আর্ন্তজাতিক সেমিনার বুধবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের সভাপতি ও ট্রেজারার ড. সেলিম তোহার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
মূখ্য আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের বাকুরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ও আইন বিভাগের অধ্যাপক জয়ন্ত কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রেবা মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।
জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেমিনারটির সঞ্চালনায় ছিলেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন আইন সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত কাঠামোর সাথে সংগতি বিধান এবং একটি মানবিক সমাজ তৈরি করার জন্য আইনগত সংস্কার প্রয়োজন। আইনগত কাঠামোর সংস্কার ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইনগত শিক্ষাকে বিশ্বায়ন, সামাজিকীকরণ, দক্ষ জনশক্তি তৈরি, সুশাসন নিশ্চিত সহ অন্যান্য মৌলিক বিষয়ের উপর গুরুত্বারোপ করতে হবে। আইনগতভাবে সচেতন হলে মানুষ অন্যায় থেকে বিরত থাকবে এবং ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
