প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / ইবিতে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত

ইবিতে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর আয়োজনে ক্যাম্পাসের পেয়ারা তলায় পেশা ভিত্তিক আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে ‘আমার জেলায়, আমার পেশায়, আমিই সেরা এ বাংলায়’ বিষয়ক এ আঞ্চলিক রম্য বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, বিশেষ অতিথি ছিলেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল। সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক শাহাদাত হোসেন নিশান।

বিতার্কিক হিসেবে নোয়াখালীর ঘুুুষখোর সরকারি কর্মকর্তা ছিলেন পিয়াস পান্ডে, চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী ছিলেন মাহদী হাসান, ঢাকার হাজির বিরিয়ানির দোকানি ছিলেন নিলা, বগুড়ার ঘটক ছিলেন সোহান সাদিক, বরিশালের লঞ্চের সুপার ভাইজার ছিলেন রাসেল মুরাদ, রংপুরের রাঁধুনি ছিলেন , চট্টগ্রামের পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন রায়হান এবং কুষ্টিয়ার টিকটিক সুন্দরী হিসেবে বিতর্ক করেন বিন্দু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরা, সদস্য রাফসান বুলবুল, খালিদ হাসান, সাফিউল্লাহ বাহাদুর, সাদিয়া আফরিন খান, রুমি নোমান, মাসুম আলভী এবং মাছুমা আক্তার মৌ, রায়হান বাদশা রিপন, আব্দুল মুমিন, তারিক সাইমুম, সোহান, আশিকুর রহমান, শাহরিয়ার, মুন্নাসহ অন্যান্য বিতার্কিকবৃন্দ। দর্শক সারিতে উপস্থিত থেকে বিতর্ক উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …