প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবিতে আন্তঃবিভাগ বঙ্গবন্ধুকাপ ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন

ইবিতে আন্তঃবিভাগ বঙ্গবন্ধুকাপ ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল বঙ্গবন্ধুকাপ ফুটবল প্রতিযোগীতা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার ফুটবল মাঠে ক্রীড়া কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল।

এবারের আন্তঃবিভাগ বঙ্গবন্ধু কাপ ফুটবল প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ অংশগ্রহণ করছে। আন্তঃবিভাগ ও আন্তঃহল বঙ্গবন্ধু কাপ ফুটবল প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের শরীরচর্চা প্রশিক্ষক মাবিলা রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ড.আনিচর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) এইচ এম আলী হাসান, উপ রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোঃ নওয়াব আলী খান ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শাহ আলম, মোঃ আসাদুর রহমানসহ অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ফুটবল হচ্ছে নৈপূর্ন্যতার খেলা যেখানে হটকারিতা ও জোরজবরদস্তির কোন সুযোগ নেই। বাংলাদেশ আজ ক্রিকেটে বিশ্বের বুকে নিজেদের অবস্থান করে নিয়েছে। ঠিক তেমনি অদূর ভবিষ্যতে ফুটবলেও বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পরাশক্তি হিসাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাবে।
এছাড়াও তিনি খেলাধুলার মাধ্যমে সকল ধরণের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ড হতে তরুণ সমাজকে, নিজেদেরকে দূরে রাখর জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …