নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বারের মতো পালিত হয়েছে ইউনেস্কো স্বীকৃত ‘আন্তর্জাতিক গণিত দিবস’। শনিবার (১৪ মার্চ) দিবসটি উপলক্ষ্যে গণিত বিভাগের আয়োজনে “গণিতই সর্বত্র” প্রতিপাদ্যকে নিয়ে বর্ণাঢ্য র্যালি করা হয়।
র্যালিটি পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোছাঃ কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ সজিব আলী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মুহিত, সহযোগী অধ্যাপক ড. সতীশ কুমার জোয়ার্দার ও প্রভাষক মোঃ আব্দুল আজিজ’সহ বিভাগের সাধারণ শিক্ষার্থী।
এ বিষয়ে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন,”আগে এই দিনটি আন্তর্জাতিক পাই দিবস হিসেবে পালিত হতো। এ বছরই প্রথম পাই দিবস পালিত না হয়ে ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালিত হয়েছে। তাই বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে আজকে আমরা গণিত দিবস পালন করেছি।”
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: casinozeusonline juegos con crupier
Pingback: หนังสั้น
Pingback: slot99
Pingback: hoe werkt monixbet registratie
Pingback: รับสร้างบ้านหรู เชียงใหม่