নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খালেদা জিয়া ও দেশরত্ন শেখ হাসিনা হলের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল ও অধ্যাপক ড. শেলীনা নাসরিন এর নেতৃত্বে পৃথক পৃথক র্যালী বের হয়। খালেদা জিয়া হলের র্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব এর পাদদেশে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষক মমতাজ মোস্তারি, আতিফা কাফি, নাজমুল হুদা ও হলের আবাসিক ছাত্রীরা।
এছাড়া দেশরত্ন শেখ হাসিনা হলের আয়োজনে টিএসসিসির পাশে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রেহেনা আক্তার ঝুমার সঞ্চাল্পনায় এসময় বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলিনা নাসরিন।
বক্তব্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড.রেবা মন্ডল বলেন, বঙ্গবন্ধু সর্বপ্রথম এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন ও কাজ করেছেন। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, তাতে তিনি সমতার কথা বলেছেন, নারীর অধিকারের কথা বলেছেন। তারই পথ ধরে আমরা নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। মুসলিম আইনে ভাই বোনের ডাবল সম্পত্তি পায়। হিন্দু আইনে নারীরা সম্পত্তি পায়না বললেই চলে। অত্যন্ত দুঃখজনক এখন পর্যন্ত আমাদের দেশে হিন্দু নারীরা সম্পত্তিতে মালিকানা স্বত্ত্ব পাচ্ছেনা। আজকের এই নারী দিবসে প্রত্যাশা করি নারীরা সকল সমান অধিকার পাবে তা যে ধর্মেই হোক, সমাজেই হোক।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: miami top 10
Pingback: สล็อตเกาหลี
Pingback: รับผลิตของพรีเมี่ยม
Pingback: แทงหวย24
Pingback: elephant sanctuary chiang mai
Pingback: เว็บปั้มไลค์