প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদ ও আইসিআরসি এর আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকারের সমসাময়িক চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকালে আইন অনুষদের সেমিনার কক্ষে আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান।

দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইসিআরসি এর উপপ্রধান ডেলিগেশন আব্দুল লতিফ বাকি। এতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমসাময়িক চ্যালেঞ্জসমূহ বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারটি সঞ্চালনা করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীন।

বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, আন্তর্জাতিক আইনসমূহ বাস্তবায়নের বাধাসমূহ অপসারন করা না গেলে মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনিমার্ণ করা সম্ভব হবে না। অবিলম্বে এ বাঁধাসমূহ অপসারন করতে হবে।
তিনি বলেন, এসব বাধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় অসহিঞ্চুতা, শান্তিপূর্ণ সহ-অবস্থানের অভাব ও সাম্প্রদায়িক দ্বন্দ সংঘাত। উপাদানগুলো বিশ্বের পুরো মানব সম্প্রদায়ের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …