নিজস্ব প্রতিবেদক :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের ধারণা, চর্চা এবং প্রাসঙ্গিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ওয়ার্কশপটি পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবনে অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম বানুর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।
বক্তাগণ বলেন উন্ময়ন একটি বহুমাত্রিক ধারণা যেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় অর্ন্তভূক্ত। এটিকে টেকসই করতে হলে সুশাসন, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কর্মকান্ডে জনগণের অংশগ্রহন প্রয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম এবং শিক্ষার্থী মারিয়া। শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Cbd gummies uk
Pingback: click this
Pingback: หนังโป๊
Pingback: โคมไฟ
Pingback: ร้านขายเครื่องมือช่าง
Pingback: เอเจนซี่เรียนจีน