ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় এই প্রথম কেন্দ্রীয় ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
আইডিবি’র অর্থায়নে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় সেন্ট্রাল ল্যাবরেটরিটি স্থাপন করা হচ্ছে। বিজ্ঞানের সকল শাখার শিক্ষার্থী ও গবেষকরা এখানে গবেষণার সুযোগ পাবে। অধ্যাপক ড. দীপক কুমার পাল এ ল্যাবরেটরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বায়োফিজিক্স এন্ড বায়োমেডিসিন রিসার্চ ল্যাবরেটরি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগে জিওস্পেশাল এনালাইসিস এন্ড ক্লাইমেট মডেলিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ল্যাবরেটরি তিনটি উদ্বোধন করেন।
কেন্দ্রীয় ল্যাবরেটরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এতোদিন আন্তর্জাতিকীকরণের প্রথম ধাপে ছিলো। এখন দ্বিতীয় ধাপে নতুন-নতুন গবেষণা ও উদ্ভাবনের পথে আমরা যাত্রা শুরু করলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুনতাসির রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, বিজ্ঞান অনুষদের ডিন ড. এস. এম. মোস্তফা কামাল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী আখতার হোসেন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক, সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল-আল-মোহিত প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: homepage
Pingback: วางระบบเน็ตเวิร์ค ระยอง
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: more tips here
Pingback: Sweet Bonanza
Pingback: Go X Scooters platform
Pingback: clothing manufacturer