নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে “কোয়ালিটি এস্যুরেন্স” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এটি অনুুুষ্ঠিত হয়।
আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ও রিসোর্স পারসন ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আকতার হোসেন ও ৩৪ টি বিভাগের শিক্ষার্থীরা।
উপাচার্য বলেন, তোমাদের এক একজনকে দক্ষ মানব সম্পদে পরিণত হতে হবে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেই উপযোগী করে তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। পাশাপাশি একুশ শতকের উপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, টেকসই উন্নয়নের শেষ লক্ষ্যটি হলো অংশীদারিত্ব। একজন সাহিত্যে ভালো , একজন শিল্পকলায় ভালো, একজন বিজ্ঞানে ভালো, একজন প্রযুক্তিতে ভালো। তাই আমাদের সুষম সমাজ গঠনে নিয়মতান্ত্রিক অংশীদারিত্বের প্রয়োজন আছে। তাই এসময়ে সহযোগিতা এবং অংশীদারিত্বকে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি প্রকৃষ্ট উদাহরন দক্ষিন এশিয়ায় মানব উন্নয়নের অনেক সূচকে আমরা আজ প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: ufabet789
Pingback: ล้างแอร์
Pingback: riviera deluxe corner fireplace
Pingback: slot Book of Ra
Pingback: this contact form