নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়স্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন দাওয়াহ্ এন্ড ইসলামিক স্ট্যাডিস বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী মুরতুজা হাসান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের চতুর্থবর্ষের নবীরুল ইসলাম।
বুধবার মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে অনুষ্ঠিত গাজীপুর জেলা কল্যাণ এর নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের পর এ কমিটি ঘোষণা করা হয়।
গাজীপুর জেলা কল্যাণ এর সদ্য বিদায়ী সভাপতি আবু বকর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ এর কমান্ডেন্ট ডিআইজি মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ড. মোঃ আজগর হোসেন, মাহবুবা সিদ্দিকা, উম্মে সালমা লুনা।
আমন্ত্রিত অতিথি ছিলেন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ ও পেট্রোবাংলার নির্বাহী প্রকৌশলী মোঃ বরকত হোসেন মোল্লা।
আগামী এক বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি জুবায়দুল হোসেন সোহান,শুভ,জনি,তারেক আজিজ, মানছুর।
যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান,হাসনাত।
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সৈকত।
কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ।
দপ্তর সম্পাদক মাসুম সরকার আলভী। প্রচার ও প্রকাশনা সম্পাদক নসরুল্লাহ হক নাঈম।সাংস্কৃতিক সম্পাদক রোমান। শিক্ষা বিষয়ক সম্পাদক সাদ। নারী বিষয়ক সম্পাদিকা মেহেজাবীন ডলি। তথ্য ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক আশিকুর রহমান। উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ।
সদস্যপদে রয়েছেন, পিয়াস মাহমুদ, সাইফুল ইসলাম শাওন,রিহাদ আহমেদ, তাজনিয়া আহমেদ লাবণ্য,আতিক হাসান, বায়জিদ আহমেদ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: hfm ดีไหม
Pingback: clothing manufacturer
Pingback: https://slotica.kz
Pingback: ตรวจสอบสลิปโอนเงิน
Pingback: ais fiber