নিজস্ব প্রতিবেদকঃ
“এসো বন্ধু মিলি প্রাণের উচ্ছ্বাসে মুক্তির পতাকাতলে” প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
মঙ্গলবার (১০ মার্চ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূরন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে অতিথি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক রুমি নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি. কে. সাদিক। এড়াছা আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা তানজীম তিতিলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা।
বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় মানে সর্বজনের বিশ্ববিদ্যালয়। জনগণের টাকায় পরিচালিত প্রতিষ্ঠান। এখানে শিক্ষক-শিক্ষার্থী হিসেবে যদি কারো কাছে দায়ী থাকো তাহলে সেটি জনগণের কাছে দায়ী। এমনকি যে জনগণের অর্থে এ বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় তাদের অনেকের ছেলে-মেয়ে এখানে ভর্তির সুযোগ পাইনা। আবার তোমরা যারা ভর্তির সুযোগ পেয়েছো এটা মনে করো না যে তোমাদের থেকে তারা কম মেধাবী। বরং প্রতিযোগিতার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থসঙ্গতি তে পড়াশোনা করার সুযোগ পায় না। এজন্য জনগণের কাছে যে তোমরা ঋণী সেটা স্বীকার করতে হবে।’
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ছাত্র ইউনিয়নের ক্যালেন্ডার প্রদান করা হয়। এছাড়া ভাষার মাসে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী দশজন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর এবং অন্যান্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Go X New Orleans
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: Thaimassage in Zürich