নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রীর শেখ রাসেল হলের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
সোমবার (৮ জুলাই) ইবি শাখা ছাত্র মৈত্রীর সহ-সভাপতি আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।
নয় সদস্য বিশিষ্ট কমিটির সহ সভাপতি পদে রয়েছেন মোঃ হামিদুল্লাহ রুম্মান, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার দাস, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আশিকুর রহমান।
সদস্য পদে রয়েছেন, মিরাজুজ্জামান অনিক, রতন রায়হান, আজিজুল রহমান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Christian Devotional
Pingback: y8
Pingback: бюстгальтери
Pingback: Pop1club Vs LSM99
Pingback: ฉันเห็นเลขอายุไข
Pingback: UOBilad